চুয়াডাঙ্গায় প্রভাষকসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০, ১১:৫৪ পিএম
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে কলেজের প্রভাষকসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪১ জন ও মারা গেছেন তিনজন।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৬ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
এর মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার দুজন, সদর উপজেলার আলুকদিয়ার একজন, সদর উপজেলার আরও এক নারী, আলমডাঙ্গা উপজেলার হারদী কলেজের একজন প্রভাষক, আলমডাঙ্গা গোবিন্দপুরের একজন ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের একজন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২৯ নারী-পুরুষ।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪১ জন ও মারা গেছেন তিনজন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।