ময়মনসিংহের ভালুকা উপজেলায় ত্রাণ বিতরণের সময় তা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় মুক্তিযোদ্ধার সন্তানসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে গ্রিন ভিলেজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন পনাশাইল বাজারের নিজস্ব অফিসে হতদরিদ্র ও কর্মহীন মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করার সময় দুর্বৃত্তরা হামলা করে।
জানা গেছে, গ্রিন ভিলেজ সংগঠনের সদস্যরা ঈদ সামগ্রী বিতরণ করছিল। এ সময় স্থানীয় মফিজ উদ্দিন, রনি, আফাজ উদ্দিন, আশিক খান, অর্ণব ও শান্ত মিয়ার নেতৃত্বে লোহার রড, সাবল, লাঠি নিয়ে হামলা করে নগদ টাকাসহ ঈদ সামগ্রী লুট করে নিয়ে যায়। তাদের হামলায় দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধার সন্তান সাদেক আহত হন। আহতদের মাঝে দেলোয়ার ও কামরুল ইসলামকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে দেলোয়ার হোসেন বাদী হয়ে ভালুকা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।