Logo
Logo
×

কোভিড-১৯

রাজশাহীতে দোকান খোলার ছবি তোলায় চার সাংবাদিক লাঞ্ছিত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:০১ পিএম

রাজশাহীতে দোকান খোলার ছবি তোলায় চার সাংবাদিক লাঞ্ছিত

সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুলে রাখা দোকানের ছবি তোলায় রাজশাহীর তিন ফটোসাংবাদিক এবং একজন রিপোর্টারকে লাঞ্ছিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সাংবাদিকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন।

তিন ফটোসাংবাদিক হলেন যুগান্তরের আজম খান, প্রথম আলোর শহীদুল ইসলাম দুখু এবং স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের মোখলেসুর রহমান মুকুল। তারা প্রত্যেকে রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য। আর রিপোর্টারের নাম মোস্তাফিজ রকি। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদে কাজ করেন।

এ দিকে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ দুপুরেই বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় রুবেল এবং মিঠু নামে দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সাহেববাজার কাপড়পট্টি দিয়ে যাওয়ার সময় খোলা দোকানপাটের ছবি দোকান মালিক নুরুজ্জামান রুবেল ও তার কর্মচারী মিঠু সাংবাদিকদের গালাগাল দিতে শুরু করেন। তারা গালিগালাজ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল ও মিঠু চার সাংবাদিককেই শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় আশপাশের লোকজন তাদের রক্ষায় এগিয়ে এলে তারা দোকান বন্ধ করে পালিয়ে যান।

এ দিকে চার সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। আরইউজের সভাপতি কাজী শাহেদ এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক যুক্ত বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ বলেন, ঘটনার পর সাংবাদিকরা রাস্তা অবরোধ করলে পরিস্থিতি শান্ত করতে তাদের থানায় অভিযোগ করতে বলা হয়। পরে বিক্ষোভ তুলে তারা থানায় এসে মামলা করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম