Logo
Logo
×

কোভিড-১৯

পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে গার্ডের গুলিতে ৮ শ্রমিক আহত

Icon

যুগান্তর রিপোর্ট, মুন্সীগঞ্জ ও লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:৩৮ এএম

পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে গার্ডের গুলিতে ৮ শ্রমিক আহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডলে পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে শ্রমিকদের ক্যাম্পে গার্ডের গুলি ও আঘাতে ৮ শ্রমিক আহত হয়েছে।

বুধবার পৌনে ৯টার এই ঘটনায় জখম শ্রমিকদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় আহত শ্রমিকরা হল নাঈম ইসলাম (২১), রাসেল শেখ (২৫), জাকির হোসেন (২৫), সুমন হাওলাদার (২৭), আলী মুনসুর (৫০), শুভ ফকির (২২), রাজু আহম্মেদ (২৩) ও পারভেজ হোসেন (২০)।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম জানান, এ পর্যন্ত আহতাবস্থায় ৮ জনকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়েছে। এদের গায়ে স্প্লিন্টার বা ছিটা গুলির আঘাত রয়েছে। কারো কারো গায়ে রড দিয়ে আঘাতের চিহ্নও রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পদ্মা ব্রিজ রেল লিংক প্রজেক্টের (পিবিআরএলপি) প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন চৌধুরী জানান, চীনা ঠিকাদার ‘সিআরইসি’র অধীনে কোম্পানিতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে অসন্তোষের একপর্যায়ে গার্ড গুলি ছোঁড়ে। এতে ৮ শ্রমিক গুলিবিদ্ধ হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে পাশের ক্যাম্প থেকে সেনাসদস্য এবং স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিমন্ত্রণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, থাকা-খাওয়া বাদে প্রত্যেক শ্রমিককে মজুরি বাবদ প্রতিদিন ৩০০ টাকা নগদ দেয়ার চুক্তি ছিল ঠিকাদারের সঙ্গে। কিন্তু গত ২০
 এপ্রিলের পর থেকে শ্রমিকদের কোনো টাকা দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। রাতে শ্রমিকেরা তাদের দাবি নিয়ে সার্ভিস এরিয়া-১ অফিসে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাতে বাঁধা দেয় ও শ্রমিকদের উপর গুলি চালায়।

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, করোনার কারণে পদ্মাসেতু রেলওয়ে প্রজেক্টের শ্রমিকরা লৌহজংয়ের মেদিনীমণ্ডল ইউনিয়নের সিতারামপুর এলাকার প্রকল্পের ভেতরে বাংলা ম্যাচে থেকে কাজ করে যাচ্ছিল। করোনার কারণে শ্রমিকদের বৃহস্পতিবার থেকে অতিরিক্ত ১৫০ টাকা করে দেয়ার কথা ছিল। কিন্তু এ টাকা শ্রমিকরা পাবে কিনা এ নিয়ে সন্দিহান হয়ে তারা বাংলা ম্যাচের সামনে হট্টগোল ও জটলা পাকাতে থাকে।

এ সময় প্রকল্পের মেরিন সিকিউরিটি গার্ডরা এগিয়ে গেলে শ্রমিকরা গার্ডদের উপর চড়াও হয়। গার্ড প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে শ্রমিকারা আরও উত্তেজিত হয়ে উঠে। সিকিউরিটি গার্ডরা চার রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ৮ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম