Logo
Logo
×

কোভিড-১৯

মিশিগানে সেই অস্ত্রধারী বিক্ষোভকারীদের পক্ষে ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৪:১৭ পিএম

মিশিগানে সেই অস্ত্রধারী বিক্ষোভকারীদের পক্ষে ট্রাম্প

ছবি-সংগৃহীত

লকডাউন তুলে নিতে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ জনগণ। গত বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়।   

এবার লকডাউনবিরোধী সেই সব সশস্ত্র বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

শুক্রবার একটি টুইট বার্তায় ট্রাম্প লেখেন, তারা খুব ভালো। কিন্তু তারা রাগী। তারা তাদের জীবনে নিরাপদে ফিরতে চায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিশিগানের বিক্ষোভকারীদের কেউ কেউ অস্ত্র নিয়ে রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান। পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা। মিশিগান অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। করোনাভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে, যা এককভাবে কোনো দেশে সর্বোচ্চ। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, যা এরই মধ্যে ১১ লাখ ছাড়িয়ে গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম