Logo
Logo
×

কোভিড-১৯

৪৪ শ্রমিকভর্তি বাস মাধবপুরে আটকা, অতঃপর...

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০, ০৩:১১ পিএম

৪৪ শ্রমিকভর্তি বাস মাধবপুরে আটকা, অতঃপর...

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢোকার সময় ৪৪ শ্রমিকভর্তি একটি বাস আটকে দিয়েছে পুলিশ।

শনিবার ভোর রাতে মাধবপুর পুলিশ চেকপোস্টে এলাকায় আটকে দেয়া হয়। এরপর ৪৪ শ্রমিকসহ বাসটি ফেরত পাঠানো হয়।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ফেনী থেকে ৪৪ শ্রমিক নিয়ে একটি বাস হবিগঞ্জের আজমিরিঞ্জ হয়ে কিশোরগঞ্জের ইটনায় যাচ্ছিল। 

শত মাইল পাড়ি দিয়ে ভোর রাতে মাধবপুর পুলিশের চেকপোস্ট অতিক্রম করার চেষ্টাকালে পুলিশ আটক করে। পরে ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সিদ্ধান্তে সকাল ১০টার দিকে হবিগঞ্জে ঢুকতে না দিয়ে বাসটি ভৈরব হয়ে কিশোরগঞ্জে পাঠানো হয়। মাধবপুর থানা পুলিশ ইটভাটা শ্রমিক বহনকারী বাসটি ভৈরব টোলপ্লাজা পর্যন্ত পৌঁছে দেয়।  

মাধবপুর ট্রাফিক জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভুইঞা জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এক জেলা থেকে অন্য জেলার যান চলাচল বন্ধ করা হয়। হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুরে একটি চেকপোস্ট বসানো হয়। 

সার্বক্ষণিক একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্টে অবস্থান করে। সিনিয়র কর্মকর্তারা এটা মনিটরিং করেন।  

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম