Logo
Logo
×

কোভিড-১৯

ফরিদপুরে আইসোলেশনে থাকা ২ নারীর মৃত্যু

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১০:৪৩ পিএম

ফরিদপুরে আইসোলেশনে থাকা ২ নারীর মৃত্যু

প্রতীকী ছবি

করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু ঘটেছে।

মৃতদের নাম - শান্তা ইসলাম (১৭) ও রেহানা খাতুন (৩০)। শান্তা ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের মেয়ে। অপরজন রেহানা খাতুন চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের শহিদ হোসেনের স্ত্রী।

শনিবার বেলা পৌনে ১২টায় শান্তা ইসলাম মারা যান। এর ১৫ মিনিট পরেই মারা যান রেহানা।
 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তারা। শনিবার সকালে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য দুইজনের নমুনা সংগ্রহ করা হয়। এ সময় তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং বেলা ১২টার দিকে দুজনেই মারা যান।  

ওই দুই নারীর একজনের করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছিল বলে জানান তিনি।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম