Logo
Logo
×

কোভিড-১৯

পাবনায় করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১১:০১ পিএম

পাবনায় করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বহনে পাবনায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

শুক্রবার পাবনা সদর উপজেলার গয়েশপুর শহীদ স্মরণিকা হাইস্কুল মাঠে জেলা যুবলীগ নেতৃবৃন্দের কাছে ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এ সময় স্কয়ারের সহায়তায় গয়েশপুর ইউনিয়নের দরিদ্র অসহায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে যুবলীগ।

সদর উপজেলায় স্কয়ারের সহায়তায় যুবলীগ ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক, গয়েশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ, বর্তমান চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাবনা সদর উপজেলার অসহায় দরিদ্র মানুষ বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা প্রয়োজনে ০১৭৩০৬৬৯১৬৬, ০১৭৩৬৪১৯২০৬ ও ৪৫৫৫৮২ এই হট নাম্বারগুলোতে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন। স্কয়ারের সহায়তায় জেলা যুবলীগ এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পরিচালনা করবে।

জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি জানান, করোনাকালীন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চলমান থাকবে। করোনা মুক্ত হলেই এই সেবা বন্ধ হয়ে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম