Logo
Logo
×

কোভিড-১৯

করোনা রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছতে বাইক অ্যাম্বুলেন্স

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৫:১৫ এএম

করোনা রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছতে বাইক অ্যাম্বুলেন্স

বাইক অ্যাম্বুলেন্স, ছবি সংগৃহীত

প্রত্যন্ত অঞ্চলের করোনা রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে বাইক অ্যাম্বুলেন্স তৈরি করল ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প।

অ্যাম্বুলেন্সের অভাবে যথাসময়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া সম্ভব হতো না। এখন এই বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত করোনা রোগী পৌঁছে যাবে নিকটস্থ হাসপাতালে।  
বিশেষভাবে তৈরি ৬০টি বাইক অ্যাম্বুলেন্স দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করেছে ভারতের দু’চাকার বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা হিরো।

সংস্থাটি জানিয়েছে, বিশেষভাবে তৈরি এই ইউটিলিটিভ বাইক অ্যাম্বুলেন্সগুলো দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী রোগীদের কাছে পৌঁছতে এবং সেখান থেকে তাদের নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে যেতে সবচেয়ে বেশি কার্যকর হবে। 

সংস্থাটি আরও জানায়, এই বাইক অ্যাম্বুলেন্সগুলো তাদের নিজেদের তৈরি ১৫০ সিসির মোটরসাইকেলে অ্যাম্বুলেন্সের জন্য প্রয়োজনীয় কয়েকটি আনুষঙ্গিক পরিবর্তন এনে তৈরি করা হয়েছে।

ইতিমধ্যে করোনা পরিস্থিতির মোকাবেলায় পিএম কেয়ারস ফান্ডে ৫০ কোটি টাকা অনুদান দিয়েছে হিরো। এ ছাড়া করোনা সংক্রান্ত অন্যান্য ত্রাণ তহবিলে আরও ৫০ কোটি টাকা অনুদান দেয়ার কথা ঘোষণা করেছে এ সংস্থা। 

পাশাপাশি স্যানিটাউজার, মাস্ক, গ্লাভস, ১০০টি ভেন্টিলেটরসহ দিল্লি, হরিয়ানা, উত্তরখণ্ড, রাজস্থান, গুজরাত ও অন্ধ্রপ্রদেশে প্রতিদিন প্রায় ১৫ হাজার শ্রমিককে খাবার দেয়ার ব্যবস্থাও করেছে তারা।

তথ্যসূত্র: জিনিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম