রাজাপুরে যাত্রীবাহী একটি অ্যাম্বুলেন্স জব্দ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৪৬ পিএম
![রাজাপুরে যাত্রীবাহী একটি অ্যাম্বুলেন্স জব্দ](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/04/19/image-299728-1587315114.jpg)
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে যাত্রী বহনকারী একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার দুপুরে উপজেলার বড়ইয়ার ইউনিয়নের কলাকোপা এলাকা থেকে এটি জব্দ করা হয়।
জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে করোনা আক্রান্ত স্থান ঢাকা থেকে যাত্রী নিয়ে বড়ইয়া এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা আতংকিত হয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে উপজেলা প্রশাসনকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহম্মুদ ঘটনা স্থলে যান। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সটি রেখে ড্রাইভার ও যাত্রীরা পালিয়ে যায়।
রাজাপুর থানা পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি জব্দ করে উপজেলায় নিয়ে আসে। বর্তমানে অ্যাম্বুলেন্সটি রাজাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের জিম্মায় রয়েছে।