Logo
Logo
×

কোভিড-১৯

রাজশাহীতে আইসোলেশনে হামে আক্রান্ত তরুণের মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৪:২৮ এএম

রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মনির গাজী নামের ১৯ বছর বয়সী ওই তরুণ মারা যান।

স্বজনদের ভাষ্যমতে, তিনি হামে আক্রান্ত ছিলেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে তার বাড়ি। 

মনিরের বাবা আলম গাজী জানান, তার ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে গ্রামের চিকিৎসক এন্টিবায়োটিক ইনজেকশন দেন। কিন্তু তারপর মনিরের শরীর কুঁকড়ে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। 

এরপর নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার সন্ধ্যায় তাকে রাজশাহী আনা হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে সেখানকার চিকিৎসক তাকে করোনা রোগীদের আইসোলেশন কেন্দ্র আইডি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মনিরের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, মনির গাজী হামে আক্রান্ত হয়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে চিকিৎসার খুব বেশি সময় পাওয়া যায়নি বলে বিষয়টি তারা নিশ্চিত নন।

তিনি বলেন, মনির করোনায় আক্রান্ত ছিলেন এমনটিও তারা মনে করছেন না। তবে করোনার পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম