Logo
Logo
×

কোভিড-১৯

ভোলায় ব্যবসায়ীর ঘরে মিলল ৩৮ বস্তা সরকারি চাল

Icon

যুগান্তর রিপোর্ট, ভোলা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০১:৫৫ পিএম

ভোলায় ব্যবসায়ীর ঘরে মিলল ৩৮ বস্তা সরকারি চাল

ভোলায় ব্যবসায়ীর ঘরে মিলল ৩৮ বস্তা সরকারি চাল

ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা এলাকায় মো. জুয়েল নামে এক ব্যবসায়ীর ঘর থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও উপজেলার নির্বাহী অফিসার অভিযান চালিয়ে তার ঘর থেকে ৩৩ বস্তা ও তার দোকান থেকে ৫ বস্তাসহ মোট ৩৮ বস্তা সরকারি খোলাবাজারে বিক্রির ওএমএসের ১০ টাকা কেজি দরের চাল উদ্ধার করে।

এ সময় ব্যবসায়ী মো. জুয়েলকে আটক ও তার ভাই তাহসিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দলিলউদ্দিন খায়েরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

দৌলতখান থানার ওসি মো. বজলর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথসহ অভিযান পরিচালনা করি। এসময় চর খলিফা ৩নং ওয়ার্ডের দলিলউদ্দিন খায়েরহাট এলাকার মিঝি বাড়িতে মো. জুয়েল নামে এক ব্যবসায়ীর ঘর থেকে ৩৩ বস্তা ও তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরও ৫ বস্তা সরকারি খোলাবাজারের ১০ টাকা কেজি দামের ওএমএসের চাল উদ্ধার করা হয়।

এসময় ওই চাল ব্যবসায়ী জুয়েলকে আটক ও তার ভাইকে এই ব্যবসার সঙ্গে জরিত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, জুয়েলের ঘর ও দোকান থেকে জব্দকৃত চাল মেহেদী হাসান নামের এক ওএমএসের ডিলারের থেকে কিনেছেন বলে প্রাথমিক পর্যায়ে জুয়েল জানিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরো ঘটনা জানা যাবে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি ৩৮ বস্তা চালসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম