Logo
Logo
×

কোভিড-১৯

লকডাউনের মধ্যে ৬ কিমি হেঁটে নবজাতক নাতনিকে দেখতে গেলেন দাদা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:৪১ পিএম

লকডাউনের মধ্যে ৬ কিমি হেঁটে নবজাতক নাতনিকে দেখতে গেলেন দাদা!

লকডাউনের কড়াকড়ির মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক বৃদ্ধ তার নবজাতক নাতনিকে দেখতে ছুটলেন পায়ে হেঁটে। 

টানা ছয় কিলোমিটার হাঁটার পরও চোখমুখে ক্লান্তির ছাপ নেই! কাঁচের জানালার বাইরে থেকে নাতনিকে দেখেই দাদা আনন্দে আটখানা। খবর এনডিটিভির।

পরে সেই খবর, ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নবজাতকের বাবা জশুয়া গিলেট। ক্যাপশনে লেখেন– মেয়ে হওয়ার পর প্রথমেই বাবাকে খবর পাঠাই। 

বাবা আমার মেয়েকে কোলে নেয়া তো দূরের কথা, এত দূর এসে দেখবেন কীভাবে? তার পরেই দাদার এই কীর্তি! জানালা দিয়ে এক গাল হেসে তিনি তাকিয়ে নাতনি এলিয়ানার দিকে। সবাই ধন্য ধন্য করছেন দাদাকেই।

শুধু একদিন নয়, রোজ এভাবেই নাতনিকে দেখতে ছয় কিলোমিটার পথ পেরিয়ে আসছেন বৃদ্ধ। 

জশুয়া বলেন, তার বাবা আসছেন। জানালা দিয়ে হাসিমুখে চেয়ে রয়েছেন নাতনির দিকে। তার পর আস্তে আস্তে ফিরে যাচ্ছেন। কিন্তু কোলে নিতে পারছেন না। 

এতে তার মনে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কিছুই করার নেই তার। তিনি নিরুপায়। গিলেট আরও জানিয়েছেন, লকডাউনের আগে বাবা মাত্র দুবার নাতনিকে কোলে নিয়েছিলেন। এখন নাতনির ছবি পাঠানো হয় দাদাকে। আর দাদা সুযোগ পেলেই দেখতে আসেন।

পোস্ট পড়ে এবং ছবি দেখে নেটিজেনদের মজার মন্তব্য– দাদু যদি নাতনির সঙ্গে এভাবে দূর থেকে প্রেম করতে পারেন, সামাজিক দূরত্ব মেনে তা হলে সবাই পারবেন! দ্রুত সুস্থতাই এখন সবার কাম্য, দাদুকে দেখে শিখুন সবাই।

অনলাইনে পোস্ট হওয়ার পরেই এই ছবি সাড়ে চার হাজারেরও বেশি লাইক আর অসংখ্য মন্তব্য পেয়েছে। অনেকেই দাদাকে বলেছেন, পৃথিবীর সেরা দাদা। মিষ্টি দাদা। 

করোন ভাইরাসজনিত কারণে আলাদা বসবাসকারী বহু পরিবারের সদস্য এরকম পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম