Logo
Logo
×

কোভিড-১৯

চরম সংকটেও কোহলিদের বেতন দিল বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০১:৪৪ পিএম

চরম সংকটেও কোহলিদের বেতন দিল বিসিসিআই

খেলা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে বিশ্বের তাবৎ  ক্রিকেট বোর্ড। ব্যতিক্রম নয় ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিসিআই)। তবু কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা সব ক্রিকেটারের বেতন দিয়ে দিলেন তারা।

প্রাণঘাতী করোনাভাইরাসের জেরে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও খেলা স্থগিত রয়েছে। এসময় বিরাট কোহলিরা যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হন, সেজন্যই তাদের বেতন মিটিয়ে দিল ভারতীয় বোর্ড।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২৩ মার্চ সারাদেশে লকডাউন ঘোষণার পর যেকোনো  পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল বোর্ড। ক্রিকেটারদের ত্রৈমাসিক বেতন মিটিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল। অনেক দেশের ক্রিকেটারদের বেতন কাটা হচ্ছে। করোনার কোপে সৃষ্ট সংকটময় অবস্থায় ক্রিকেটারদের বেতন কম দিচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তবে বিসিসিআই সেই পথে হাঁটছে না। এতদিন বোর্ড যেভাবে ক্রিকেটারদের পাশে ছিল, এখনও সেভাবেই থাকবে। এ করুণ পরিস্থিতির জন্য ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ক্রিকেটারকেই অর্থাভাবে ভুগতে হবে না। 

মারণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে চলতি বছর আইপিএল আয়োজন প্রশ্নের মুখে পড়েছে। সেই বিষয়ে সহমত পোষণ করেছেন বিসিসিআইয়ের এ জ্যেষ্ঠ কর্তা। তবে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। এখনই কোনো টুর্নামেন্ট বাতিল বলতে নারাজ বোর্ড।

এ বছরই আইপিএল, ইংল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সব কিছুই নির্ভর করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর। যদি করোনার প্রকোপে সব বাতিল হয়ে যায়, তা হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকেও।

তথ্যসূত্র: জিনিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম