লক্ষ্মীপুর অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু, করোনা সন্দেহে বাড়ি লকডাউন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১০:১১ এএম
ফাইল ছবি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম হারুন মাঝি (৫৫)। এ ঘটনার পর করোনা সন্দেহে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরব আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব যুগান্তরকে বলেন, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দীর্ঘদিন থেকে তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। তার একটি পা কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, গত কয়েকদিন থেকে তার অসুস্থতা আরও বেড়ে যায়। শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার মধ্যে করোনার কোনো উপসর্গ না থাকলেও এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
কমলনগর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়ি লকডাউন করেছে। এছাড়া আশপাশের লোকজনকে সর্তক করা হয়েছে। এসময় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।