Logo
Logo
×

কোভিড-১৯

রোগীর বাড়ি যাবে এমপি ডা. নাসিরের ভ্রাম্যমাণ মেডিকেল টিম

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১০:১৩ পিএম

রোগীর বাড়ি যাবে এমপি ডা. নাসিরের ভ্রাম্যমাণ মেডিকেল টিম

যশোরের চৌগাছায় 'ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার' স্লোগানে একটি ভ্রাম্যমাণ মেডিকেল গঠন করা হয়েছে। করোনাভাইরাসের এই পরিস্থিতির সময় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে এই মেডিকেল টিমের উদ্বোধন করা হয়।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে এই মেডিকেল টিম উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা প্রদান করছে।

এ দিন বেলা ১১টার দিকে চৌগাছা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন করেন এমপি নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান ও এস এম সাইফুর রহমান বাবুল, চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন এবং সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু প্রমুখ।

এর আগে বুধবার ঝিকরগাছা উপজেলায় নিজ উদ্যোগে অনুরূপ একটি মেডিকেল টিমের উদ্বোধন করেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম