Logo
Logo
×

কোভিড-১৯

শেরপুর শিশু ও অ্যাম্বুলেন্সচালক করোনাভাইরাসে আক্রান্ত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:০৯ এএম

শেরপুর শিশু ও অ্যাম্বুলেন্সচালক করোনাভাইরাসে আক্রান্ত

শেরপুরের এক শিশু ও এক অ্যাম্বুলেন্সচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই দুইজনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

তাদের মধ্যে আক্রান্ত ১০ বছরের শিশুর বাড়ি শ্রীবরদী উপজেলায় ও অ্যাম্বুলেন্সচালক ঝিনাইগাতী উপজেলায়। ওই দুই স্থানের পুরো এলাকা লকডাউনের প্রক্রিয়া শুরু করেছেন উপজেলা প্রশাসন।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস সন্দেহে বুধবার ওই শিশু ও অ্যাম্বুলেন্সচালকের নমুনা নিয়ে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই দুইজনের দেহে করোনাভাইরাস পজিটিভ বলে রিপোর্ট আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম