Logo
Logo
×

কোভিড-১৯

ভোলায় ৫০০ যাত্রীসহ ৩ ট্রলার জব্দ, দুই চালক আটক

Icon

যুগান্তর রিপোর্ট ও ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১০:১৭ পিএম

ভোলায় ৫০০ যাত্রীসহ ৩ ট্রলার জব্দ, দুই চালক আটক

সরকারি নির্দেশ অমান্য করে নদী পথে যাত্রী নিয়ে ভোলায় প্রবেশ করায় ৩টি ট্রলার জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রলারের দুই চালককে আটক করা হয়।

বৃহস্পতিবার ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের মেঘনা নদী থেকে এ ট্রলার ও জড়িতদের আটক করা হয়।

জব্দ ট্রলারগুলো পুলিশ ও ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়। যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। 

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ট্রলার চালকদের আটক করে ৩৩ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, এই সব যাত্রীরা ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভোলায় আসছে। সরকারিভাবে কোভিড-১৯ আক্রান্ত এলাকা লকডাউনে রাখার পর ওই এলাকার মানুষই পালিয়ে আসতে শুরু করেছে। 

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের মত ভোলায়ও সরকারি নির্দেশে যানবাহন ও নৌ পরিবহন বন্ধ রয়েছে। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশ জংশন ঘাটে তিনটি ট্রলার আসলে ট্রলারগুলো জব্দ করা হয়। এ সময় এর সাথে জড়িত ট্রলারের দুই চালককে আটক করা হয় ও বাকীরা পালিয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম