পাবনায় গার্মেন্টসকর্মীকে বহনকারী অ্যাম্বুলেন্সের পথরোধ করল গ্রামবাসী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৮:২৫ পিএম

অ্যাম্বুলেন্সে করে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পথে মোহাম্মদ রফি (৫৫) নামে এক গার্মেন্টসকর্মীকে গ্রামে ঢুকতে দেয়নি গ্রামবাসী।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স আটকে দেয়। সোমবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়াইলমারি গ্রামের মৃত ওয়াজিউদ্দিনের ছেলে মোহাম্মদ রফি দীর্ঘদিন ধরে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। পাশাপাশি পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
হঠাৎ করেই তিনদিন আগে মোহাম্মদ রফি ঠাণ্ডা-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসক দেখান। কিন্তু সুস্থ না হওয়ায় বাড়ির মালিক রোববার রাতে তাদের বাড়ি থেকে বের করে দেয়।
এরপর সোমবার মোহাম্মদ রফি পরিবারের অন্য সদস্যদের নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বোয়াইলমারি ফেরার পথে গ্রামবাসী ওই গাড়ির পথরোধ করে পুলিশে খবর দেয়। এ সময় ওই এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করে।
খবর পেয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গিয়ে ওই রোগীকে পাবনা সদর হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়াইবুর রহমান যুগান্তরকে জানান, খবর পেয়ে সেখানে গিয়ে মোহাম্মদ রফি নামের ওই রোগীর দু-একটা উপসর্গ পাওয়া যায়। যেহেতু সন্দেহ হয়েছে তাই প্রশাসনের সবার সঙ্গে আলোচনা করে তাকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান যুগান্তরকে বলেন, এলাকাবাসী করোনা রোগী সন্দেহে পথরোধ করার খবর পেয়ে চিকিৎসক ও পুলিশ পাঠানো হয়েছিল। পরে ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।