Logo
Logo
×

কোভিড-১৯

লকডাউনের মাঝে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিল বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৩:৩৪ পিএম

লকডাউনের মাঝে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিল বিসিসিআই

মারণঘাতী করোনাভাইরাস রুখতে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। যার ১৩তম দিন আজ সোমবার। স্বেচ্ছা অবরুদ্ধের এখনও বাকি ৮ দিন। লকডাউনের সামনের এ দিনগুলোতে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

করোনার কারণে গোটা বিশ্বে ক্রিকেট বন্ধ। ১৫ এপ্রিল পর্যন্ত ভারতেও সবধরণের ক্রিকেট প্রতিযোগিতা গড়াচ্ছে না। স্থগিত রয়েছে আইপিএলও। ফলে টিভিতে নেই কোনো লাইভ ক্রিকেট। স্বভাবতই হা-হুতাশ করছেন ক্রিকেটপ্রেমীরা। লকডাউন সময়কালে তাদের টিভিমুখী করতে এবার সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টারকে সাহায্য করছে বিসিসিআই।

প্রাণঘাতী ভাইরাসের কারণে টিভিতে লাইভ ক্রিকেট বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে স্টার। সেটা কিছুটা পুষিয়ে নিতে ইতিমধ্যে ভারতীয় বোর্ডের কাছে ঐতিহাসিক ম্যাচগুলোর আর্কাইভ ফুটজে চেয়েছে তারা। গৃহবন্দি থাকা ক্রিকেট ভক্ত-সমর্থকদের কথা ভেবে তা দিতে রাজি হয়েছে বিসিসিআই।

ঐতিহাসিক ম্যাচগুলো প্রদর্শনের জন্য সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের কাছে অনুরোধ জানাবে স্টার কর্তৃপক্ষ। বিশ্বের প্রভাবশালী বোর্ডের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক ৯ বছরের বেশি। মূলত সেই কারণে তাদের অনুরোধে সম্মতি দিয়েছে বিসিসিআই।

প্রসঙ্গত, লকডাউন পিরিয়ডে গেল ২ এপ্রিল ২০১১ সালের ওই দিনে ভারতের বিশ্বকাপ জয়ের ম্যাচটি দুপুর ২টা থেকে সম্প্রচার করে স্টার। এছাড়া ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করতে ওই বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটিও দেখানে হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে বোর্ডের আর্কাইভ দেখানোর সুযোগ পেয়ে ঐতিহাসিক ম্যাচগুলো টিভিতে দেখিয়ে তাদের বিনোদন দিতে পারবে স্টার।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া/স্পোর্টস ক্যাফে

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম