Logo
Logo
×

কোভিড-১৯

পুতিনের সঙ্গে বৈঠক করা সেই চিকিৎসক করোনায় আক্রান্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১১:৫১ এএম

পুতিনের সঙ্গে বৈঠক করা সেই চিকিৎসক করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

মস্কোর প্রধান করোনাভাইরাস হাসপাতাল পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গ দেয়া চিকিৎসক নিজেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত মঙ্গলবার কম্মুনারকা হাসপাতাল সফরে যান পুতিন। তখন চিকিৎসক ডেনিস প্রোটসেনকোর সঙ্গে তার আলাপ হয়েছিল। কথোপকথনের সময়ে দুজনের কারও শরীরে সুরক্ষাসামগ্রী পরা ছিল না। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে।

ফেসবুকে ওই চিকিৎসক লিখেছেন– হ্যাঁ, করোনাভাইরাস পরীক্ষায় আমার পজিটিভ হয়েছে। কিন্তু আমি কিছুটা ভালো বোধ করছি। নিজ অফিসেই আমি আইসোলেশনে আছি। আমার মনে হয়, চলতি মাসে আমার যে রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়েছে, সেটি কাজ দিচ্ছে।

আর পুতিন নিয়মিতই করোনাভাইরাস পরীক্ষা করছেন জানিয়ে ক্রেমলিন বলছে, তার সব কিছু ঠিক আছে।

এর আগে বলা হয়েছিল, ভাইরাসসহ যে কোনো অসুস্থতা থেকে পুতিনকে সর্বদা সুরক্ষা দেয়া হচ্ছে। দেখা যাচ্ছে, রোগীদের পরিদর্শনের সময় পুতিন হ্যাজমাত পোশাক ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র রেসপারেইটর পরে আছেন। কিন্তু ওই চিকিৎসকের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব খুলে রেখেছিলেন।

এর পর করমর্দন করে ছবিও তুলেছেন তারা। শুক্রবার পুতিন প্রশাসনের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিল ক্রেমলিন। কিন্তু সেই ব্যক্তি প্রেসিডেন্ট পুতিনের সংস্পর্শে আসেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম