করোনাভাইরাস: ১৮শ’ বিচারকসহ কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেল গঠন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১২:১৩ পিএম
বিচারক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নিতে মনিটরিং সেল গঠন করেছে আইন মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম।
তিনি বলেন, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আইন মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব ও এস মুহাম্মদ আলী এ মনিটরিং সেলের দায়িত্ব পালন করবেন। তারা বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ের সচিবকে জানাবেন।
সচিব রাতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে জানাবেন। রেজাউল করিম জানান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের ৬৪টি জেলার বিচারিক আদালতে ১৮শ’ বিচারক এবং মন্ত্রণালয়ের অধীনে ১৮ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তাদের কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, তা মনিটরিং করার জন্য এ সেল গঠন করা হয়েছে।