Logo
Logo
×

কোভিড-১৯

নাদালের নেতৃত্বে ১০০ কোটি টাকার তহবিল গঠন স্প্যানিশ ক্রীড়াবিদদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০১:৫০ পিএম

নাদালের নেতৃত্বে ১০০ কোটি টাকার তহবিল গঠন স্প্যানিশ ক্রীড়াবিদদের

করোনায় কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের দাপটে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি দেশ হচ্ছে ইতালি (প্রথম) ও যুক্তরাষ্ট্র (দ্বিতীয়)। এরপরই রয়েছে স্পেন অর্াৎ তৃতীয়। দেশটিতে প্রায় ৫৬ হাজার মানুষ করোনা-আক্রান্ত। ইতিমধ্যেই মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সারাদেশে ১২ এপ্রিল পর্ন্ত লকডাউন চলছে।

এ পরিস্থিতিতে স্পেনের ক্রীড়াজগতের কাছে ১১ মিলিয়ন ইউরোর ত্রাণ তহবিল গড়ে তোলার আহ্বান জানালেন সেদেশের টেনিস মহাতারকা রাফায়েল নাদাল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ কোটি টাকা।

এক ভিডির্বাতায় নাদাল বলেন, দেশের অ্যাথলেটদের এবার মানুষের পাশে দাঁড়ানোর সময় এসেছে। আমরা সবসময় জনগণের সমর্থন এবং সহযোগিতা পেয়ে এসেছি। এখন সময় দেশের বিপদে ক্রীড়াবিদের একজোট হওয়ার। কাঁধে কাঁধে মিলিয়ে সহায়তা করার।

বিশ্ব টেনিস অঙ্গনের কিংবদন্তি আরও বলেন, রেড ক্রসের সঙ্গে যুক্ত হয়ে আমরা উদ্যোগী হয়েছি স্পেনের চিকিৎসা-পরিষেবার জন্য ত্রাণ তহবিল গঠনের। স্প্যানিশ ক্রীড়াঙ্গনের সবাইকে এ উদ্যোগে শামিল হতে অনুরোধ করছি। আমাদের লক্ষ্য ১১ মিলিয়ন ইউরোর তহবিল গড়ে তোলা, যাতে অন্তত ১৩ লাখ মানুষের পাশে দাঁড়ানো যায়।

করোনা-সঙ্কটে বিশ্বজুড়ে সুপারস্টার ক্রীড়াবিদদের আর্থিক সাহায্য করার তালিকায় সবশেষ সংযোজন হলেন নাদাল। আরেক টেনিস লিজেন্ড রজার ফেদেরার সম্প্রতি ১ মিলিয়ন সুইস ফ্রাংক দান করেছেন নিজ দেশ সুইজারল্যান্ডের ত্রাণ তহবিলে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও যথাক্রমে নিজ দেশ এবং স্ব ক্লাবের ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ সাহায্য করেছেন।

এদিকে, স্পেনে করোনা-বিপর্যয়ের ধাক্কা সামলাতে এগিয়ে এসেছে রিয়াল মাদ্রিদও। ক্লাবটি ঘোষণা দিয়েছে,  সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম আপাতত করোনা-সংক্রান্ত চিকিৎসা সামগ্রী মজুত রাখার কাজে ব্যবহৃত হবে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম