ছবি: নিউইয়র্ক পোস্ট
রুয়ান্ডায় করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে আরোপ করা লকডাউন অমান্য করে মাছ ধরতে গিয়ে কুমিরের গ্রাসে পরিণত হয়েছেন এক ব্যক্তি।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি পানিতে নামার পর খেয়ে ফেলেছে কুমির।
দক্ষিণাঞ্চলীয় কামোনী জেলার মেয়র আলিস কেইটসি বলেন, ‘ঘরে থাকতে’ দেয়া সরকারের নির্দেশ লঙ্ঘন করেছেন ওই ব্যক্তি। ভাইরাস সংক্রমণ রোধে সহযোগিতা না করা খুবই কম সংখ্যক লোকদের মধ্যে তিনি একজন।
খবরে বলা হয়, বুধবার নায়বারোঙ্গো নদীতে অজ্ঞাত এক ব্যক্তিকে হামলা করে হত্যা করেছে কুমির।
এক কোটি ১০ লাখ লোকের আফ্রিকার সবচেয়ে ছোট্ট দেশটিতে এখন পর্যন্ত ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অঞ্চলটিতে এটিই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।
কোভিড-১০ রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশটিতে অচলাবস্থা জারি করা হয়েছে। আর লকডাউন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ায় দক্ষিণাঞ্চলীয় জেলা নায়াঞ্জাতে সোমবার গুলি করে দুই ব্যক্তিকে হত্যা করে পুলিশ।