মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত গাড়ি থেকে কাদা ছিটকে গায়ে পরাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে করিমগঞ্জের কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বিকালে বাড়ি থেকে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া নামে অপর এক যুবক।
এ সময় মাসুদের চলন্ত মোটরসাইকেল থেকে তাজুল ইসলামের শরীরে কাদা ছিটকে পড়লে দুজনের মধ্যে তর্কাতর্কির সময় ক্ষিপ্ত হয়ে তাজুল ইসলামকে মারধর করেন যুবক মাসুদ।
এ ঘটনাকে কেন্দ্র সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
করিমগঞ্জ থানার ওসি মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
