Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জ-৫ আসন: দ্বন্দ্ব ভুলে বিশ্বাস-মণ্ডল এক মঞ্চে

Icon

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:৪৫ পিএম

সিরাজগঞ্জ-৫ আসন: দ্বন্দ্ব ভুলে বিশ্বাস-মণ্ডল এক মঞ্চে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ী করতে দলের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ বিশ্বাস ও আব্দুল মমিন মণ্ডল এক মঞ্চে এসে দলের নেতাকর্মীদের শেখ হাসিনার কর্মী হয়ে নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এ সময় তারা আরও বলেন, কোনো ব্যক্তিলীগ কিংবা গ্রুপিং চলবে না। সবার মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনায় শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন করে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির কথা জনসাধারণের নিকট তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে।

রোববার দুপুরে দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে যৌথ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের নেতা আব্দুল মমিন মণ্ডল (সিআইপি)।

এ সময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফ-জী খান, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সহ-সভাপতি শাহজান আলী মিয়া, আহম্মদ মোস্তফা খান বাচ্চু, হাতেম আলী মাস্টার, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন মোল্লা, শওকত আলী, এবিএম শামীম হক ও আমিনুল ইসলাম আল-আমিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম