Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে মহিলা কাউন্সিলরসহ গ্রেফতার ২

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

গাজীপুরে মহিলা কাউন্সিলরসহ গ্রেফতার ২

গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর তাসলিমা নাসরিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বাইমাইল এলাকার তাদের নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর ও কোনাবাড়ী মেট্রো থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন এবং কোনাবাড়ী মেট্রো থানাধীন বাইমাইল এলাকার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম (৫০)।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি সালাহ উদ্দিন আহমেদ জানান, কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। পরে বাইমাইল এলাকা থেকে তাসলিমা নাসরিন ও নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, যারা এলাকার খারাপ প্রকৃতির লোক ও সন্ত্রাসী তাদের ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম