মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে ২ যুবক নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রামসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) এবং একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল (১৮)। উজ্জ্বল তার নানার বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন যুবক নিহত হয়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
