সাবেক এমপি কালামের অবৈধ সম্পত্তি পুনর্বাসনের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগমারার সাবেক এমপি আবুল কালাম আজাদের অবৈধ দখল করা সম্পত্তি পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এলাকাবাসী, ব্যবসায়ী এবং তাহেরপুর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে সড়কের তিন মাথার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন- তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, তাহেরপুর কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক আবু সাইদ ও শিক্ষক প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, তাহেরপুর কলেজ চত্বরের ভেতরে ও কলেজের চারদিকে সাতটি পুকুরসহ প্রায় তিন একর সম্পত্তি রয়েছে। ওই সব সম্পত্তি কলেজের নামে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া আছে; কিন্তু কারাবন্দি সাবেক এমপি আবুল কালাম আজাদ মেয়র থাকাকালে ক্ষমতার জোরে পৌরসভার নামে ওই সব সম্পত্তি অবৈধভাবে দখল করে নেন। বর্তমানে তিনি কারাগারে থাকলেও দখল করা সম্পত্তি ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) পুনর্বাসনের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। এ কারণে ইউএনওর অপসারণ দাবি করেন বক্তারা।
এদিকে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, তাহেরপুর পৌরসভার ওই জায়গাতে অবস্থিত ৪১টি ঘর আগে পৌরসভার নামে বরাদ্দ ছিল; কিন্তু গত ৫ আগস্টের পর ঘরগুলো জোরপূর্বক দখল করে নিয়ে তাহেরপুর কলেজের নামে ভাড়া দেওয়া হয়। এ কারণে আইন অনুযায়ী সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এতে স্বার্থের ব্যাঘাত ঘটায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লবের নেতৃত্বে তার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
