|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের চিরিরবন্দরে ফেসবুকে পোস্ট দিয়ে রোহিত চন্দ্র রায় (৩৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বাড়ির পাশের এক লিচুর গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোহিত চন্দ্র রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গুঞ্জাবাড়ী গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, রোহিত রায় রোহিত নামে ফেসবুক প্রোফাইল থেকে সোমবার রাত ১২টার পর নিজের একটি সাদাকালো ছবি দিয়ে পোস্ট দেন। ওই পোস্টে লেখা ছিল- ‘আমাকে নিয়ে এত সমস্যা, আর কারো সমস্যা করব না, বিদায় নিলাম পৃথিবী থেকে, ভালো থাকো সবাই’।
জানা গেছে, রোহিত তার দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। চার বছর আগে মাকে হারিয়ে আলাদা বাসায় একাই থাকতেন তিনি। একাকীত্ব আর হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি লিচুবাগানে ঝুলন্ত রোহিতের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহালসহ পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
