নদীতে ভাসছিল যুবকের অর্ধগলিত লাশ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকায় ভোগাই নদী থেকে জাহাঙ্গির আলম (২৫) নামে এক রংমিস্ত্রি যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
জাহাঙ্গির আলম শিমুলতলা মহাকালি এলাকার চায়ের দোকানদার সামেদুল ইসলামের পুত্র। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।
জানা যায়, জাহাঙ্গির দুই দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে ভোগাই নদীর শিমুলতলা এলাকায় একটি লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পকেটে থাকা আইডি কার্ড ও শরীরের জন্মদাগ দেখে তার পরিবারের সদস্যরা লাশটি জাহাঙ্গিরের বলে শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
