Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরে টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাঈম (১৮) নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দক্ষিণ শংকরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

থানার উপরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, নাঈম পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। সোমবার দুপুরে একটি ভবন নির্মাণের কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন নাঈম।

পরে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেলা ২টার দিকে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

টঙ্গী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম