Logo
Logo
×

সারাদেশ

প্যারাগ্লাইডার তৈরি করা সেই যুবককে সংবর্ধনা দিলেন ইউএনও

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম

প্যারাগ্লাইডার তৈরি করা সেই যুবককে সংবর্ধনা দিলেন ইউএনও

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের সন্তান মারুফ হোসেন প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়েছেন। দৈনিক যুগান্তরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাফল্য নিয়ে প্রচার হয়।

এ বিষয়টি নজরে আসে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার। পরে তিনি মারুফকে সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউএনওর কার্যালয়ে উপজেলার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আয়োজিত সংবর্ধনা শেষে ইউএনও জাকিয়া সুলতানা মারুফের উদ্দেশে বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। গ্রামীণ দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল দিয়ে নতুন কিছু সৃষ্টি করে দেখিয়েছে। মারুফের এ সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, দারিদ্র্যের কারণে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সাংবাদিক প্রভাত কুমার সাহা, শিমুল তালুকদার, সাব্বির হাসান, তানভীর তুহিন, কবির হোসেন, শেখ সোবাহান, প্রভাত কুমার সাহা, রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, শিশির খান, রাকিবুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম