সিরাজদিখানে জরায়ু ক্যানসার বিষয়ক ফ্রি ক্যাম্প
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজদিখানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যানসার শনাক্তকরণে দিনব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার রাজানগর ভাড়ারিয়া কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এসময় ডা. প্রতিমা চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিনেশ চন্দ্র মন্ডল, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও সিরাজদিখান উপজেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এমএ কাদীর, স্বাস্থ্য পরিদর্শক এন ইসলাম তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক যশোদা রানী পাল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শ্যামল পৈত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন।
এতে ৩০ থেকে ৬০ বছর বয়সি নারীরা উপজেলার সাতটি কমিউনিটি ক্লিনিকের প্রায় ২০০ জন নারী জরায়ুমুখ ও স্তন ক্যানসার শনাক্তকরণে ফ্রি সেবা গ্রহণ করেছেন।
