Logo
Logo
×

সারাদেশ

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পিএম

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সাভার হাইওয়ে পুলিশ তাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। 

সাভারে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে একই মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় নিহতরা হলেন- নেত্রকোনা জেলার ধীরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চনা রানী (৩০)। 

রোববার রাতে হৃদয় ও অর্চনা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় চালক পালিয়ে যায়, প্রাইভেটকারটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। 

হাইওয়ে পুলিশ জানায়, রোববার রাতে নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহণের একটি দূরপাল্লার বাস সাভারের গেন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর তুলে দেয়। এতে নাবিল পরিবহণের হেলপার আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এসব ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। 

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপায় নারীসহ ২ জন ও সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাবিল পরিবহণের হেলপার মারা যায়। সকালে হেমায়েতপুর দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত পরিবহণ দুটি জব্দ করে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রাতে ও সকালে এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম