পটেটোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের কমলগঞ্জে পটেটোর লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার ভোরে কান্ত মালাকার (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কান্ত মালাকার পটেটোর লোভ দেখিয়ে শিশুকে নিজ বসতঘরে ধর্ষণ করে। কান্নাকাটি করতে দেখে জানতে চাইলে শিশুটি মাকে ধর্ষণের কথা জানায়। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযুক্ত কান্ত মালাকারকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি জিয়া মো. মুস্তাফিজ ভূঁইয়া বলেন, আসামি কান্ত মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
