Logo
Logo
×

সারাদেশ

তুচ্ছ ঘটনায় সাংবাদিককে মারধর

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম

তুচ্ছ ঘটনায় সাংবাদিককে মারধর

প্রতীকী ছবি।

সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগান্তরের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সাংবাদিক মামুন যুগান্তর অনলাইনে সাব-এডিটর পদে রয়েছেন। আর অভিযুক্তরা হলেন-মহিব্বর ও মুনসুর আলী। তারা দুজনেই গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা।

মামুন জানান, সকালে মোটরসাইকেলে অফিসে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। তিনি ভাদাইল পবনারটেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। মামুন প্রতিবাদ করলে অটোরিকশাচালক ও তার ভাই তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করে ও মোটরসাইকেল ভাঙচুর করে। এমনকি তুলে নিয়ে গিয়ে রশিতে ঝুলিয়ে মারধরে হুমকি দেয়। পরে স্থানীয়রা ওই সাংবাদিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। দুপুর ১২টার দিকে সাংবাদিক মামুন থানায় গিয়ে একটি লিখিত অভিযোগগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক মামুন বলেন, তারা স্থানীয় প্রভাব দেখিয়ে আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেস্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

আশুলিয়া থানার ওসি মো. সোহরাব বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মামুন ব্যাটারিচালিত অটোরিকশা মো. সোহরাব যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম