Logo
Logo
×

সারাদেশ

অবশেষে চাকরি পেলেন সেই রিকশাচালক

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:১১ পিএম

অবশেষে চাকরি পেলেন সেই রিকশাচালক

অবশেষে আলোচিত মাস্টার্স পাশ করা রিকশাচালক জুলহাসের চাকরি হয়েছে। ১৯ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় ‘মাস্টার্স পাশ জুলহাস এখন রিকশাচালক’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ হয়। 

প্রতিবেদন প্রকাশের পর অনেকে যোগাযোগ করে জুলহাসকে চাকরির প্রস্তাব দেন। এরপর ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়ালের মাধ্যমে বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজহারুল ইসলাম চাকরির জন্য জুলহাসকে জানান। 

সব দিক বিবেচনা করে জুলহাস এফডিএ এনজিওতে যোগদানের সিদ্ধান্ত নেন। 

রোববার (২৭ এপ্রিল) প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দেন জুলহাস। দুপুর ১২টায় তার হাতে নিয়োগপত্র তুলে দেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজহারুল ইসলাম। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, এফডিএর নিবাহী পরিচালক আবু ছাহের আলম, আশিকুল ইসলাম পাভেল, সাংবাদিক জাহিদ রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জুলহাসকে নিয়ে লেখা প্রতিবেদন পড়ে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও অটো টেক্স গ্রুপের নিবার্হী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিশিষ্ট শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ, সমাজসেবী ও মানবাধিকার কর্মী তাহমিনা ইকবাল লাকীসহ ফরিদপুরের অসংখ্য সমাজসেবী ও ব্যবসায়ী তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে তার পাশে দাঁড়ান।

এদিকে চাকরিতে যোগদানের পর আবেগাপ্লুত হয়ে পড়েন জুলহাস ব্যাপারী। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে পাশে দাঁড়িয়েছেন সংবাদকর্মী এবং কিছু মানবিক হৃদয়। এ প্রতিবেদন প্রকাশ না হলে আজও হয়তো আমি রিকশার প্যাডেলই ঘোরাতাম।

জানা যায়, ছেলের জীবনে এভাবে আলোর দ্বার খুলে যাবে, তা কখনো ভাবেননি জুলহাসের বৃদ্ধ বাবা-মা। অনেক কষ্ট আর সংগ্রামের সাক্ষী তারা। সংবাদ প্রকাশের পর যখন একে একে সহায়তার হাত বাড়তে থাকে, তখন আবেগ ধরে রাখতে পারেননি তারা। ছেলের চাকরির খবর শুনে চোখ ভিজে ওঠে আনন্দে। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট সবার প্রতি।

ফরিদপুর রিকশাচালক চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম