Logo
Logo
×

সারাদেশ

৩ ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম

৩ ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা

পাবনার ঈশ্বরদীতে তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে (মেম্বার) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন- দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ হোসেন বাকি (৫৭), আলাউদ্দিন খান (৫০) ও রফিকুল ইসলাম মাঝি (৪৫)। তারা তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

দীর্ঘদিন পর পরিষদ কার্যালয়ে আসার খবর পেয়ে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আটক ফিরোজ হোসেন বাকি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নাম্বার ওয়ার্ডের সদস্য ও নওদাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।  

আলাউদ্দিন খান ৬ নাম্বার ওয়ার্ডের সদস্য ও ইউনিয়নের খালিশপুর গ্রামের নবাব আলী খানের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

এছাড়া রফিকুল ইসলাম মাঝি ৫ নাম্বার ওয়ার্ডের সদস্য ও মারমী গ্রামের সিরাজ মাঝির ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সদস্য। 

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তিন ইউপি সদস্যকে স্থানীয় লোকজন ইউনিয়ন কার্যালয়ে আটকে রেখেছিল। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ঈশ্বরদী ইউপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম