উচ্চ আদালতে মিললেও নিম্ন আদালতে জামিন মেলেনি মেঘনার ৬ সিবিএ নেতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালত থেকে জামিন নিতে পারেননি মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের ৬ সিবিএ নেতা।
রোববার দুপুরে নেতারা মহানগর অতিরিক্ত দায়রা জজ-১ আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার চেষ্টা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিক্ষোভ করেন। এ সময় আদালতের সামনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
আদালত সূত্র জানায়, জুলাই-আগস্টে তীব্র ছাত্র-জনতার আন্দোলনের সময় নগরীর সিটি কলেজ এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ভুক্তভোগী মাশফিকুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী সদরঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলায় শ্রমিক লীগ নেতা ও মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মো. আয়ুব, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন ওরফে আকবর ও অর্থ সম্পাদক মো. ইউসুফ আলী, দফতর সম্পাদক বাবু রনি কর, সদস্য রাজীব ধরসহ কয়েকজনকে আসামি করা হয়। একইভাবে নগরীর পাঁচলাইশ থানার একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলায়ও হামিদুর রহমানকে আসামি করা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, এসব মামলায় তারা ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন। ১০ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। রোববার তাদের জামিন শুনানির কথা ছিল; কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রের নামে বিক্ষোভ মিছিলসহ উত্তপ্ত পরিস্থিতির কারণে অভিযুক্তরা আদালতে হাজির হতে পারেনি। ফলে আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন গ্রহণ বা মঞ্জুর কোনটি না করে আগামী ৫ মে পরবর্তী তারিখ ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ বলেন, আদালত আসামি পক্ষের সময় আবেদন গ্রহণ করেননি। আগামী ৫ মে পরবর্তী তারিখ ধার্য করেছেন। আসামিদের গ্রেফতারে বাধা নেই বলে আদালত জানিয়েছেন। এছাড়া তিনি মহানগর পিপির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন।
আসামিপক্ষের আইনজীবী নেজাম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
