ঝিনাইগাতী আ.লীগের সম্পাদক বিশ্বজিৎ রায় আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়কে শেরপুর শহরের মাধবপুর এলাকা থেকে রোববার দুপুরের দিকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।
বিশ্বজিৎ গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ কমপক্ষে চার মামলায় অভিযুক্ত আসামি। আন্দোলন চলাকালে আওয়ামী লীগের মিছিল ও মিটিং এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে।
আটক বিশ্বজিতের পরিবার বলেছে, সব মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে আছেন।
পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেছেন, বিশ্বজিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
