Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইগাতী আ.লীগের সম্পাদক বিশ্বজিৎ রায় আটক

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম

ঝিনাইগাতী আ.লীগের সম্পাদক বিশ্বজিৎ রায় আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়কে শেরপুর শহরের মাধবপুর এলাকা থেকে রোববার দুপুরের দিকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।

বিশ্বজিৎ গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ কমপক্ষে চার মামলায় অভিযুক্ত আসামি। আন্দোলন চলাকালে আওয়ামী লীগের মিছিল ও মিটিং এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে।

আটক বিশ্বজিতের পরিবার বলেছে, সব মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে আছেন।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেছেন, বিশ্বজিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম