কেন্দ্রে যাওয়ার পথে ৩ এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে তিন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কাজলা-বৈরাটি সড়কে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো- সাইফুল মিয়ার ছেলে মো. শাহিন, রিয়াজ উদ্দিনের ছেলে মো. সাজু ও কাজল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া। তারা সবাই বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশাযোগে শ্যামগঞ্জের একটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল ওই শিক্ষার্থীরা। পথে কাজলা-বৈরাটি সড়কে ধান কেটে রাস্তা অবরোধ করা ছিল। অটোরিকশাচালক মোফাজ্জল চলাচলের সুবিধার্থে রাস্তা ছাড়ার কথা বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সোবহানের ছেলে ও তার সহযোগীরা কাঁচি দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়।
গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।
তিনি জানান, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউএনও আরও বলেন, পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতোমধ্যে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কেন্দ্রের কর্মকর্তা।
