|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম হোসেন সরকারকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতে তাকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, গোলাম হোসেন দুই মামলায় তদন্তে পাওয়া আসামি।
গ্রেফতার গোলাম হোসেন বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বছির সরকারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ চলাকালে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ধুনট সদরের কলাপট্টি এলাকায় পৌঁছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় একটি মামলা করেন। এতে গোলাম রহমানকে আসামি করা হয়।
অন্যদিকে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহিদ মিনার চত্বরে মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন এতে বাধা দেন। তখন মিছিলকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালান। এ ঘটনায় ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ গত ১৯ ফেব্রুয়ারি একটি মামলা করেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, দুটি মামলায় তদন্তকালে গোলাম হোসেন সরকারের সম্পৃক্ততা পাওয়া যায়। শনিবার রাত দেড়টার দিকে গোপন খবর পেয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
