শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মানিক গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার নবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. মানিক (৪৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে মানিক ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার মানিক ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে মানিক।
ভুক্তভোগীর মা জানান, গত শুক্রবার নয়াকান্দা গ্রামের নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে শিশুটি। শনিবার দুপুরে পাশের বাড়িতে খেলতে যায় সে। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে ফেরে কান্না করতে করতে। এ সময় তিনি কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে তিনি স্বজনদের সহায়তায় নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বিকাল ৫টার দিকে মানিককে তার বাড়ি থেকে আটক করে। একইদিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করলে সেই মামলায় মানিককে গ্রেফতার দেখায় পুলিশ।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
