Logo
Logo
×

সারাদেশ

মধুপুরে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:২০ এএম

মধুপুরে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকেরচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী তেলের পাম্পের সামনে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন (৫৫) ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। সিএনজিচালিত যানটি রূপালী তেলের পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হেলাল মারা যায়। আহত হয় অটোরিকশার এক যাত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, ঘাতক ট্রাক ও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মধুপুর সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম