ইটভাটার ধোঁয়ায় ধামরাইয়ে পুড়ল ২ হাজার বিঘা জমির ধান
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাই উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় দুই হাজার বিঘা জমির ধানখেত পুড়ে গেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ভাটার আগুন নেভানোর আগে কমপক্ষে ১৫ দিন অগ্নি ক্যানেলে অনবরত পানি সরবরাহ করতে হয়। কিন্তু ভাটার মালিক তা না করে আচমকা আগুন নেভানোর চেষ্টা করে। এতে তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়ায় ধানখেত পুড়ে গেছে।
ঘটনাটি উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার। ওই এলাকার আবুল
হোসেনের মালিকানাধীন টাটা ইটভাটার কারণে ধানখেত পুড়ে গেছে বলে দাবি কৃষকদের। তাদের
অভিযোগ, এ নিয়ে প্রতিবাদ করলেও প্রশাসন অভিযুক্ত ইটভাটা মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা
নেয়নি।
ভুক্তভোগী কৃষকরা জানান, বুক ভরা আশা নিয়ে তারা এবার জমিতে ইরি ধান
চাষ করেছিলেন। ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় তাদের স্বপ্ন
শেষ।
কৃষক মোহাম্মদ আলী, মোহাম্মদ আতা মিয়া ও মোহাম্মদ আবুল কাশেম বলেন,
‘আমাদের স্বপ্ন
ভাটার আগুনে পুড়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে সারাবছর কি খাব সে চিন্তায় আছি। আমরা
এর প্রতিকার চাই। উপজেলা প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
টাটা ইটভাটার মালিক আবুল বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে
কারো কোনো ক্ষতি করিনি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক বলেন, ‘এ ঘটনায় কেউ কোনো
লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
