সাভারে পোশাক কর্মীকে ধর্ষণের পর হত্যা
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাভারে পোশাক কর্মীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে বিরুলিয়া ইউনিয়নের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে তার অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। রাসায়নিক পদার্থ ব্যবহার করে তার মুখ বিকৃত করা হয়েছে।
শনিবার পুলিশ জানায় তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। তার বাবা জানান, দুই বছর আগে সে প্রেম করে বিয়ে করার পর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সে আশুলিয়ার একটি কারখানায় কাজ করত বলে তারা শুনেছিলেন।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক ওহাব শনিবার যুগান্তরকে বলেন, মৃত্যুর রহস্য ও আসামিদের শনাক্তকরণে পুলিশ কাজ করছে। তবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে জানা গেছে।
সাভার থানার বিরুলিয়া ফাঁড়ির উপপরিদর্শক ওয়াজেদ বলেন, ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
