Logo
Logo
×

সারাদেশ

পিকআপভ্যান উল্টে শিশু নিহত, আহত ৭

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১১ পিএম

পিকআপভ্যান উল্টে শিশু নিহত, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপভ্যান উল্টে জাকিয়া ইসলাম নামে পাঁচ বছর বয়সি এক শিশু মারা গেছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ আরও সাতজন। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া ভোলার জামাল উদ্দিনের (৩৮) মেয়ে। আহতরা হলেন, জাকিয়ার বাবা জামাল উদ্দিন, মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮), খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও পিকআপ চালক মো. রায়হান (২৪)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকিয়ার বাবা জামাল উদ্দিন চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পান তিনি। এর জেরে পিকআপ ভ্যানে মালামালসহ পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে আসছিলেন তিনি।

সকালে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার সময় যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাকিয়া মারা যায়। আহত হয় পিকআপ ভ্যানে থাকারা। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমিন বলেন, দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা সীতাকুণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম