রাজৈরে ২ ভাইকে হাতুড়িপেটার অভিযোগ
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেলের গতিরোধ করে দুজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদমবাড়ী ইউনিয়নের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাওছার শেখ (৪৭) ও কবির শেখ (৫০)। সম্পর্কে তারা চাচাতো
ভাই। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে একই বংশের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন
যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শুক্রবার রাত ৯টার দিকে ওই দুজনকে একা পেয়ে মোটরসাইকেল
গতিরোধ করে পিটিয়ে আহত করা হয়।
ভুক্তভোগী কাওছার শেখ বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ীক কাজ
শেষে মোটরসাইকেলযোগে কবিরকে নিয়ে বাড়ি ফিরছিলাম। মহিষমারী ব্রিজের কাছে আসলে আমাদের
মোটরসাইকেল গতিরোধ করে জাকির শেখ, মোস্তাফিজুর রহমান, কালাচান শেখসহ ছয় থেকে সাতজন।
পরে তারা আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ফেলে
রেখে যায়। আমাদের সঙ্গে থাকা ৯ লাখ টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাকির ও মোস্তাফিজুর রহমান বলেন, ‘মারামারি হয়েছে
এটা সত্য।’
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, ‘ঘটনাটি শুনেছি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
