Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জের তিন ইয়াবা কারবারি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৪ এএম

সুনামগঞ্জের তিন ইয়াবা কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের তিন পেশাদার ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃতদের আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের সরস্বতীপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে দেলোয়ার হোসেন, সদর উপজেলার অস্কারগাঁও গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল মিয়া, ছাতক উপজেলার বেতুরা গ্রামের সুলেমানের ছেলে তানভীর হোসেন।

সিলেট এসএমপির মিডিয়া সেল শুক্রবার রাতে এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

মিডিয়া সেল জানায়, এসএমপির কোতোয়ালি মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোররাতে সিলেট নগরীর মহাজন পট্টি থেকে তানভীর হোসেনের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় তাকেও গ্রেফতার করা হয়।

এর পূর্বে বৃহস্পতিবার মধ্যরাত পরবর্তী সময়ে এসএমপির একই থানার সোবাহানীঘিাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই দীপরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার ও তার সহযোগী সোহেলকে গ্রেফতার করেন।

সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম